জলবায়ু পরিবর্তন : নদ-নদী রক্ষায় আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল প্যারিসে

নাজমুল হক : গতকাল শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক হল রুমে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে “জলবায়ু পরিবর্তন : বাংলাদেশের নদ-নদী রক্ষায়” করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি বিশিষ্ট লেখক চৌধুরী সালেহ আহমদ।
প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট নদী গবেষক, সাংবাদিক শাহাবুদ্দিন শুভ, সমাজসেবক সাব্বির আহমদের পবিত্র কুরআন তিলাওয়াত শেষে শুভ উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর টিভি ফ্রান্স প্রতিনিধি কলামিস্ট তাইজুল ফয়েজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সালেহ আহমদ, প্যারিস বাংলা প্রেসক্লাব এর সভাপতি শাহ সোহেল, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আহমদ সাবুল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাবেক ছাত্রনেতা ইয়াকুব খন্দকার শুভ, সমাজসেবক আব্দুর রহমান, শাহেদ আহমদ, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সহ-সভাপতি নাজমুল হক, মোহাম্মদ রুকন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করেন মাওলানা নুরুল ইসলাম।
শাহাবুদ্দিন শুভ বলেন বাংলাদেশের নদীগুলোর নাব্যতা সংকটের শিকার। মানবদেহের শীরা-উপশিরার মতোই বাংলাদেশের বেঁচে থাকার কাজ করে এসব নদ-নদী।
ঢাকার পরিচিত বুড়িগঙ্গার জলদূষণ এতটাই মারাতক রূপ ধারণ করেছে। বুড়িগঙ্গার বক্ষে বাতাসেও এখন দুর্গন্ধ। শিরা-উপশিরা ক্ষতিগ্রস্থ হলে মানবদেহকে যেমন অসুস্থ করে তোলে তেমনিঅবস্থা হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশের। বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধির কারণে হিমালয়ের বিস্তীর্ণ এলাকায় হিমবাহ গলে যাওয়ার হার দ্রুত বৃদ্ধির কারণেও ঘন ঘন বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের এখনই দেশ বিদেশ থেকে আওয়াজ তুলতে হবে।
Related News

প্যারিসে ‘ হিউম্যান রাইটস্ ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফ্রান্স প্রতিনিধি : ১৭ই সেপ্টেম্বর রবিবার রাজধানী প্যারিসের একটি চার তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘Read More

পর্তুগালে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে রাজধানী লিসবনে রবিবার স্থানীয় সময় রাত ৮.৩০ ঘটিকার সময়Read More
Comments are Closed