Main Menu

সোহেল আহমদ এর “সম্ভবের ডানা” কাব্যগ্রন্হ পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়

তাজ উদদীন ,( প্যারিস) ফ্রান্স থেকে : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ ফ্রান্স প্রবাসী কবি সোহেল আহমদ এর “সম্ভাবের ডানা” কাব্যগ্রন্থ প্রকাশ করেছে বর্ষা দুপুর প্রকাশনী, স্টল নং ৪০৭,৪০৮,৪০৯-এ পাওয়া যাচ্ছে।

কবি সোহেল আহমদ
জন্ম সিলেটে, ১৯৮৬ ইং সালে।
একজন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সফল সংগঠক।
দেশ থেকে দেশে বোহেমিয়ানদের মত ছুটে বেড়িয়ে শিল্প সাহিত্যের আতুরঘর প্যারিসে থিতু হওয়া তরুন কবি সোহেল আহমদ এর লেখনীতে যেমনটা উঠে এসেছে;

পৃথিবী তার কঠিন সময়ে অনুপ্রবেশ করছে,
যুদ্ধবিগ্রহ, অন্যায়, অবিচার, দূর্নীতি আর
স্বৈরাচারের করাল গ্রাসে আকন্ঠ নিমজ্জিত পৃথিবীতে
একদিকে মানুষে-মানুষে, দেশে-দেশে, সীমান্তে
বিভেদ আর সংঘাতের দেয়াল,
অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে?

এই যেমন যুগ যুগ ধরে বর্বর ইসরায়েল
প্যালেস্টাইনের মুসলমানদের উপর নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে,
পবিত্র মসজিদুল আক্বসা রক্তে রঞ্জিত করছে।

বিষিয়ে ওঠা পৃথিবীতে প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার ভিন্নতায় কত প্রশ্ন মনের কোণে ঘুরছে!

তুরষ্ক-সিরিয়া’র সীমান্তবর্তী শহরগুলোতে ভূমিকম্পের আঘাতে ভয়ানক মৃত্যুপুরীতে রুপ নিয়েছে! হাজার হাজার নারী শিশু (মানুষের) প্রানহানীতে মনে হয় ক্বিয়ামত হয়ে গেছে এই শহর গুলোতে।
-না। এটা ক্বিয়ামত না।
ভূমিকম্প মহামারি দেশে দেশে যুদ্ধ সংঘাত ক্বিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের বড় নিদর্শন মাত্র।

মানুষের দৈনন্দিন যাপিত জীবনের সাথে জড়িয়ে আছে ব্যাক্তি, সংসার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, ভালবাসা, অভিমান, দ্রোহ, রাগ, দুঃখ, অধিকার এবং অধিকারহীনতা। একজন মানুষের মনের যন্ত্রনা, ব্যাথা, বেদনা, আক্ষেপ, অপ্রাপ্তি, সংগ্রাম এবং অসমাপ্ত বিপ্লবের কথা বিদ্যমান সম্ভবের ডানায়।

সব কিছু ছাপিয়ে পৃথিবীর এই অন্তিম সময় সম্ভবের স্বপ্নিল ডানায় ভর করে ফিরে আসুক শান্তি। প্রশস্ত হউক মানুষে মানুষে ভালবাসা, বাসযোগ্য হয়ে উঠুক আমাদের স্বপ্নের পৃথিবী।
…শুধু মানুষের জন্য বেঁচে থাকুক পৃথিবীর ফুসফুস।

তার এই সমউপযোগী লেখনীতে দেশ ও জাতি উপকৃত হবে বলে মনে করি এবং সম্ভবের ডানার উত্তরোত্তর সাফল্য কামনা করি।


Related News

Comments are Closed