স্পেনে ভালিয়ান্তে বাংলার উদ্যোগে শিশু কিশোরদের মধ্যে উপহার

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
স্পেনে মানবাধিকার সংগঠন এসোসিয়েশন ভালিয়েন্তে বাংলার উদ্যোগে শিশু কিশোর দের উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার(৪ জানুয়ারি) মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে প্রভিসিয়োনেস ১৪ নাম্বারে এসোসিয়েশন এর অফিসের সম্মুখে মাদ্রিদে অবস্থানরত বাংলাদেশ,মরক্কো,মালি,আফ্রিকা, সেনেগাল,স্পেনিশ সহ বিভিন্ন দেশের শিশু কিশোর দের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এ উপহার সামগ্রী বিকাল ৩ পর্যন্ত বিতরণ শেষ হয়।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি ফজলে এলাহি বলেন আমরা শিশুদের জন্য যত্ন চাই, শান্তি এবং সুখ চাই।আপনাদের সামনে একটি ইতিবাচক এবং ভাল বছর কামনা করি,
আপনাদের সবার জন্য সুখে পূর্ণ একটি বছর কামনা করি।
উনি আরও বলেন আমরা ভালিয়ান্তে বাংলা সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করি। ২০১৯ সাল থেকে আমরা বিভিন্ন দেশের মানুষের খাদ্য, বস্ত্র এবং বাচ্চাদের উপহার সামগ্রী বিতরণ করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ মাদ্রিদের শিশু কিশোরদের উৎসাহ উদ্ধিপনা বাড়ানোর জন্য আমরা শিশু কিশোরদের নিয়ে এ আয়োজন করি। অভিভাবকরা ভালিয়ান্তে বাংলার এ কার্যক্রমকে সাধুবাদ ও ধন্যবাদ জানান।
Related News

প্যারিসে ‘ হিউম্যান রাইটস্ ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফ্রান্স প্রতিনিধি : ১৭ই সেপ্টেম্বর রবিবার রাজধানী প্যারিসের একটি চার তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘Read More

পর্তুগালে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে রাজধানী লিসবনে রবিবার স্থানীয় সময় রাত ৮.৩০ ঘটিকার সময়Read More
Comments are Closed