সামাদ আজাদ ও ড. হারিছ আলী স্মৃতি বৃত্তি-২০২২ পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ও ড. হারিছ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। যাদুকাটা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে শনিবার সকাল ১০ টা থেকে জেলার ৭ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলো হলো দক্ষিণ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল আকসা একাডেমি,শ্রীপুর, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল মেমোরিয়াল মডেল স্কুল,আমপাড়া বাজার, ১৭ নং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,হোয়াইট বার্ড একাডেমি, বড়কাপন বাজার, ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি আহমদ আল কবির চৌধুরী জানান জেলার ২০টি বিদ্যালয় তথা: হোয়াইট বার্ড কুরআন এণ্ড সুন্নাহ একাডেমি, লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন, আইডিয়াল কিন্ডারগার্টেন, সেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সানরাইজ একাডেমি, আল আকসা একাডেমি, লতিফিয়া কিন্ডারগার্টেন, আবাবিল কিন্ডারগার্টেন, মডেল একাডেমি, জলালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মর্নিংবার্ড কিন্ডারগার্টেন, রাইজিং সান কিন্ডারগার্টেন, ন্যাশনাল মেমোরিয়াল মডেল স্কুল,মেরিট কেয়ার একাডেমি, শাহ আরেফিন ইসলামিক একাডেমি, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,লুমিনাস একাডেমি, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড্রীমল্যান্ড ইসলামিক একাডেমি, ও আমেনা সমুজ স্কলারস হোম, থেকে ৭৮৫ জন প্রতিযোগী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- শিল্পপতি ও সমাজকর্মী আশিকুল ইসলাম আশিক,ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি আহমদ আল কবির চৌধুরী, মাহমুদুল ইসলাম লালন, প্রিন্সিপাল মনজুরুল আলম, সাইফুল ইসলাম, জামিউল ইসলাম তোরন,জয়নাল আবেদিন জয়,কবি ও প্রাবন্ধিক ওবায়দুল মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সর্বজনাব কাশিপুর স্কুলের প্রধান শিক্ষক মো. জহিরুল হক,মো. মিজানুর রহমান, নুরুজ্জামান মাহমুদ, সেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সমাজকর্মী আব্দুর রহমান, কবি ও চিকিৎসক আবুল কালাম আজাদ, খসরু মিয়া,সমাজকর্মী প্রদীপ দাস,জাহেদ আহমদ, নুর কবির, মাসুমা বেগম, রাহিমা বেগম, সিমলা বেগম, মো. রুবেল আহমদ, স্বপন দেব,ছামিয়া বেগম, ফাতেমা বেগম, শরিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আয়ুব আলী, জামাল আহমদ, লিপি বেগম, রিমা বেগম, কবি ও প্রিন্সিপাল ছালিক সুমন, শিক্ষাকর্মী মো. জমসিদ আলী, প্রিন্সিপাল রিয়াদুল হক,নুর হাসান,মো.বেলাল আহমদ
মো.ছাদিকুর রহমান
হেপি নাথ
মোছা. লাকি বেগম
আছমা আক্তার
ঝুমি আক্তার
নার্গিস আক্তার
মহি উদ্দিন প্রমুখ।
Related News

প্যারিসে ‘ হিউম্যান রাইটস্ ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফ্রান্স প্রতিনিধি : ১৭ই সেপ্টেম্বর রবিবার রাজধানী প্যারিসের একটি চার তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘Read More

পর্তুগালে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে রাজধানী লিসবনে রবিবার স্থানীয় সময় রাত ৮.৩০ ঘটিকার সময়Read More
Comments are Closed