মাদ্রিদে আল মদিনা বাংলাদেশ জামে মসজিদের উদ্ভোধন

-
সিদ্দিকুর রাহমান, স্পেন(মাদ্রিদ) থেকেঃ
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশিদের উদ্যোগ নতুন একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নাম্বারে এ মসজিদের যাত্রা শুরু হয়।এ মসজিদটি আগে পরিচালনায় ছিলে মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
শুক্রবার পবিত্র জুমার আজান এবং নামাজ পড়ার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হলো।
এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদ বাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি।
মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে আর ও বেশ কয়েকটি মসজিদ আছে। এবার কমিউনিটিতে বাংলাদেশী পরিচালনাধীন আরও একটি মসজিদ যুক্ত হলো।
« খেতাফে কুরআন শিক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণ (Previous News)
(Next News) স্পেন বি এন পির উদ্যোগে দোয়া মাহফিল »
Related News

স্পেনে আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল
সিদ্দিকুর রাহমান,স্পেন: পীরে কামিল হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর পনেরো তম বার্ষিক ঈসালেRead More

স্পেনে আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশের অংশ না নেওয়ার কারণ জানালেন রাষ্ট্রদূত
সিদ্দিকুর রাহমান, স্পেন(মাদ্রিদ) থেকেঃ বিশ্বব্যাপী পর্যটনশিল্পের বিকাশ ও সম্ভাবনাকে চিহ্নিত করে কাজ করার প্রত্যয়Read More
Comments are Closed