প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আনন্দ ভ্রমণ

: ফ্রান্স অফিস : বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছাসের মধ্যে দিয়ে প্যারিস – বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার প্রেসক্লাব নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে ফ্রান্সের অদূরে সমুদ্র কন্যা প্লাজো দো এতরেতেতে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ ওপুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সবুজের সাথে ফেনায়িত ঢেউ দূর বহুদূর – মেঘ শুধু মিলায়েছে হাত আর কিছু সুর , এই স্লোগানে সামনে রেখে প্যারিসের গার দো লিস্ট থেকে সকালে আটটায় প্রেসক্লাব সদস্যরা যাত্রা শুরু করেন।
আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন রকম প্রতিযোগিতা ,মধ্যাহ্নভোজ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
পাহাড় আর সমুদ্রের ঢেউয়ের যৌথ সম্মিলনের তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন ফ্রান্সের সাংবাদিকদের পরিবারখ্যাত প্যারিস -বাংলা প্রেসক্লাব ফ্রান্সের গণমাধ্যম কর্মীরা।
পরে প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আহ্বায়ক আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইঅন টিভি ইউকে ফ্রান্স বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শাহ সোহেল , সদস্য মোহাম্মদ মনির হোসেন , হাসান আহমদ, ইকবাল মোহাম্মদ জাফর,দেলোয়ার হোসাইন ,সাদিক তাজিন,বাদল পাল, এম আলী চৌধুরী ,তানভীর তালুকদার , আফরোজ হোসেন , বাদল পাল ,ইয়াকুব প্রধান প্রমুখ।
পরে অথিতিবৃন্দ আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
Related News

প্যারিসে ‘ হিউম্যান রাইটস্ ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফ্রান্স প্রতিনিধি : ১৭ই সেপ্টেম্বর রবিবার রাজধানী প্যারিসের একটি চার তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘Read More

পর্তুগালে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে রাজধানী লিসবনে রবিবার স্থানীয় সময় রাত ৮.৩০ ঘটিকার সময়Read More
Comments are Closed