Main Menu

স্পেনে গ্রেটার সিলেটের উদ্যোগে বনভোজন

 

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
স্পেনের মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও মিলন মেলা। গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মাদ্রিদের অদূরে কাছালেগাছ নামক স্থানে এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রবাসী সিলেটবাসী সহ সমস্ত বাংলাদেশী ভাই বোন ও তাদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন। তাদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি বড় ধরনের মিলনমেলায় পরিণত হয়
অংশগ্রহণকারীরা মাদ্রিদের গ্লরিয়েতা এম্বাখাদোরেসে সমবেত হয়ে সকালে ৯ টি বাস যোগে রওনা দিয়ে প্রায় দের/দুই ঘণ্টা পর ১০০ কিলোমিটার দূরের গন্তব্যস্থলে পৌঁছান। যাত্রার শুরুতে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুজাক্কির।

প্রবাসে কর্মব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে দেখা হয় না দীর্ঘ দিন। তাই সবার মধ্যে মেলবন্ধন স্থাপন ও পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে প্রতি বছর বার্ষিক বনভোজনের আয়োজন করে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন। এবার নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনেকের মতে এটা মাদ্রিদের সর্ববৃহৎ বনভোজন হয়েছে। অংশগ্রহণকারীরা নির্দিস্ট স্থানে দুপুরের খাবার খান। হরেক পদের মুখরোচক বাংলা খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তোলেন
খাওয়া শেষে তারা পানিতে সাঁতার কেটে, হই হুল্লোড়, হাডুডু, নারীদের বালিশ খেলা, ছোট বাচ্চাদের খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সময় কাটান। হাডুডু খেলা হয় বালুতে। খেলা শেষে প্রতিযোগি বিজয়ীদের মধ্যে সংগঠনের দায়িত্বশীলবৃন্দ পুরুস্কার তুলে দেন।আনন্দ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। তারা যখন ওই স্থান ত্যাগ করেন তখন সূর্য প্রায় হেলে পড়েছে। ফেরার সময় অংশগ্রহণকারীরা নিয়ম-শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান
অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিপার আহমদ এর সঞ্চালনায় ও যাদের সরব উপস্থিতিতে এই মিলনমেলা মুখরিত হয়ে ওঠে তারা হলেন; বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সিনিয়র সহ সভাপতি আলামিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক,স্পেন আওয়ামী লীগের সভাপতি দুলাল সাফা, স্পেন বি এন পির সভাপতি মোজাম্মেল হক মনু, কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ বেঙ্গল, নুর হোসেন পাটোয়ারী, মাহবুবুর রহমান ঝন্টু,মিল্টন ভূইয়া কচি, রিজভী আলম,একরামুজ্জামান কিরন,রাসেল দেওয়ান, হেমায়েত খান, রানা আহমদ,আবুল হোসেন,এইচ এম মাসুদুর রহমান, আব্দুল আওয়াল,কাজী জসিম,পিয়াস পাটোয়ারী প্রমুখ।
গ্রেটার সিলেটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম মাসুক, রমিজ উদ্দিন, আহমদ আসাদুর রাহমান সাদ, এইচ এম দবির তালুকদার, বকুল খান, আমিনুর রশিদ রাজু, সাইদ মিয়া,তামিন চৌধুরী,সাইফুল মুন্সি ইকবাল, সোহেল আহমদ সামছু,আবু জাফর রাসেল, ছানুর মিয়া ছাদ, আব্বাস উদ্দিন, আজিম উদ্দিন, আব্দুর রশিদ,শাওন আহমদ,ইউসুফ আহমদ,খিজির আহমদ,রুবেল আহমদ,মিজান চৌধুরী, আসাদ আলী, শেখ হাফিজ, ইফতেখার আলম, সায়েক আহমদ,আসাদ আহমদ প্রমুখ।






Related News

Comments are Closed