স্পেনে বৃহত্তর সিলেটের উদ্যোগে মতবিনিময় সভা

সিদ্দিকুর রাহমান, স্পেনঃ
৩৬০ আওলীয়ার স্মৃতি বিজড়িত শাহজালালের পূণ্যভূমি, গ্রেটার সিলেট এসোসিয়েশন মাদ্রিদের কার্যকারি কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধি মনোনিত কল্পে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(০৩ মে) রাত দশ ঘটিকায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার এসোসিয়েশন এর হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা সৈয়দ আশফাকুল হক এবং সঞ্চালনা করেন সাঈদ মিয়া।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা গৌছ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেটের নেতৃবৃন্দের মধ্যে সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল মুনতাকিম মুজাক্কির ,মৌলভীবাজার জেলা এসোসিয়েশন ইন স্পেনের প্রধান উপদেষ্টা বদরুল আলম মাস্টার,আহমদ আসাদুর রাহমান সাদ,আফসার হোসেন নিলু,গ্রেটার সিলেটের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল ,মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন , হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্বাস উদ্দিন, সিলেট জেলা কমিটির আহবায়ক সেলিম আলম ,নুর মিয়া,সোহেল আহমেদ সমছু ,মনির আহমেদ ,এমদাদ আহমেদ ,মাওলানা মুজিবুর রাহমান,তামিন চৌধুরী,আব্দুর রশিদ, ফরহাদ আহমেদ ,সাইফুল মুন্সি ইকবাল ,আসাদ আলী, মিজানুর রাহমান চৌধুরী,হুমায়ুন কবির রিগ্যান, সাংবাদিক সাইফুল আমিন ,লিয়াকত মিয়া,সুহেল আহমদ, লালশাহ মিয়া, ফারুক মিয়া,খিজির মিয়া, সামসুল ইসলাম সহ কমিউনিটির গন্যমান ব্যক্তিবর্গ ।
সভায় অনেককেই গ্রেটার সিলেটের সভাপতি সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করতে দেখা যায়।
এ সময় বক্তারা বলেন যারাই প্রার্থিতা ঘোষণা করেছেন সবাই ভালো এবং যোগ্য মানুষ, তবে সভাপতি পদে আব্দুল মুন্তাকিম মুজাক্কির ও সাধারণ সম্পাদক পদে সেলিম আলম কে উপস্থিত অনেকেই সমর্থন জানান এবং বলেন তারা দুজনেই ভালো সংগটক ও উদার মনের ভালো মানুষ এবং দায়িত্বশীল ইত্যাদি বলে তারা প্রসংসা করেন, তারা তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ গ্রেটার সিলেটের কমিটি গঠনে তাদের নেতৃত্বে একদল উদ্যামী কর্মী নিয়ে এগিয়ে আসার আহবান জানান।পরিশেষে ১৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়,এ কমিটি ঐক্যবদ্ধ গ্রেটার সিলেটের কার্যকরী কমিটি গঠনের বিভিন্ন পক্রিয়া নির্ধারণ এবং কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।
Related News

প্যারিসে আবুল খায়ের চৌধুরী’র হত্যাকান্ডের প্রতিবাদ সভা করেছে সিলেট যুব ফোরাম
নাজমুল হক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসেRead More

রাজনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের কমিটি গঠন : সভাপতি কাইয়ূম, সাধারণ সম্পাদক জানু
নাজমুল হক : গত সোমবার প্যারিসের হলরুমে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফ্রান্স প্রবাসীদের উপস্থিতে রাজনগরRead More
Comments are Closed