স্পেনে স্বাধীনতা দিবস উৎযাপন করেছে গ্রেটার সিলেট এসোসিয়েশন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাত দশ ঘটিকায় মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশনের হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আল মামুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার এইচ এম দবির তালুকদার এর সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন আহমেদ আসাদুর রাহমান সাদ।
সভায় বক্তব্য রাখেন,বার্সেলোনা থেকে আগত কমিউনিটি ব্যাক্তিত্ব শফিউল আলম শফি, মাদ্রিদ কমিউনিটি নেতা জাকির হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেটের কাইয়ুম আহমদ মাসুক, এমদাদুল হক,নির্বাচন কমিশনের সদস্য সচিব বকুল খান,স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, গ্রেটার সিলেটের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল, সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক সেলিম আলম, সাইফুল মুন্সি ইকবাল, লুৎফুর রহমান, কাউছার হোসেন টিপু, সাংবাদিক কবির আল মাহমুদ,তুহিন আহমদ, হুমায়ুন কবীর রিগ্যান প্রমুখ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর অবদান অবিস্মরনীয় হয়ে থাকবে। নগ্ন রাজনৈতিক দলীয়করনের প্রভাবে নতুন প্রজন্ম আজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানীর বীরত্ব গাঁথা ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না। স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা এ কথাগুলো বলেন।
Related News

স্পেনে প্রবাসীদের উদ্যোগে ৫১ তম স্বাধীনতা দিবস উদযাপন
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ স্পেনে ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসীদের অভিভাবক সংগঠন বাংলাদেশRead More

স্পেন বি এন পির স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ স্পেন বি এন পির উদ্যোগে ৫১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধেরRead More
Comments are Closed