বাংলাদেশ -গ্রীস প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ

প্রতিনিধি :বাংলাদেশ-গ্রীস কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে টেলিফোনে শুভেছা বিনিময় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তারা এসময়ে বাংলাদেশ-গ্রীসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পরস্পরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন। এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী গ্রীসের প্রধানমন্ত্রীকে গ্রীসে বসবাসরত বাংলাদেশীদেরকে আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাদের এই সুযোগ সুবিধা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। এছাড়া তিনি ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশ সমূহে বাংলাদেশী পণ্যের জন্য ‘জিএসপি প্লাস’ সুবিধা প্রদানের বিষয়ে গ্রীস সরকারের সহায়তা কামনা করেন। গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জিএসপি প্লাস’ সুবিধার বিষয়ে ইউরোপিয় ইউনিয়নে বাংলাদেশকে সহযোগীতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রীক প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান। জবাবে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমন্ত্রনের জন্য ধ্যনবাদ জানিয়ে তাকেও গ্রীস সফরের আমন্ত্রণ জানান। উল্লেখ্য ১৯৭২ সালের ১১ মার্চ ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে গ্রীস তৎকালীন সদ্যস্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান পূর্বক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এবছর গ্রীস ও বাংলাদেশ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূতি উদযাপন করছে।
Related News

প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারের শুভ উদ্বোধন ৮ অক্টোবর
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে : ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। ২০২৪Read More

রশিদ আহমদকে প্যারিসে সংবর্ধনা প্রদান
ফ্রান্স প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহীদ বায়েমপুরী( রহঃ )এর সুযোগ্য সন্তান ,কানাইঘাটRead More
Comments are Closed