লন্ডনের ওভারগ্রাউন্ড স্টেশনের নাম ফলক বাংলায়

শামছুল হক,লন্ডন থেকে : স্বাধীনতার মাসে উম্মোচিত হলো লন্ডনের আন্ডারগ্রাউন্ড ও ওভারগ্রাউন্ড স্টেশনের নাম ফলকটি ।সেখানে দীর্ঘ দিন থেকে বাঙ্গালী কমিউনিটি নাম ফলকটি বাংলা নামকরণের প্রস্তাব উত্থাপন করেন টিএফএল ও লন্ডন মেয়রের কাছে ।তাছাড়া এই স্টেশনটি সংখ্যা গরিষ্ঠ বাঙ্গালি এলাকা হিসেবে বিবেচিত ।তাই স্থানীয় কাউন্সিলর ও কমিউনিটির মুখ্যপাত্রগণ বিগত কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যম সহ সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে দাবি তুলে ধরে আসছেন । সেই আকাঙ্ক্ষিত দাবির পরিস্ফুটন ঘঠলো আজ।বাংলা কমিউনিটিতে এক আনন্দমুখর পরিবেশের সৃস্টি হয়েছে ।
Related News

প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারের শুভ উদ্বোধন ৮ অক্টোবর
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে : ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। ২০২৪Read More

রশিদ আহমদকে প্যারিসে সংবর্ধনা প্রদান
ফ্রান্স প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহীদ বায়েমপুরী( রহঃ )এর সুযোগ্য সন্তান ,কানাইঘাটRead More
Comments are Closed