স্পেনে সিলেট জেলাবাসীর সভা অনুষ্ঠিত

সিদ্দিকুর রাহমান , স্পেন :
সিলেটের সংস্কৃতির সুবাস বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকাসহ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। দেশ ও কালের পরিবর্তন হলেও প্রবাসে সিলেটবাসীদের সৌহার্দ আর সম্প্রীতির বন্দন ছিন্ন হয়নি। এই মর্মার্থ উপলব্দি করেই আমাদের কাজ করে যেতে হবে। এতে করে প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের অনেকেই শিকড় সন্ধানে উৎসাহী হবে। স্পেনে বসবাসরত অলী আউলিয়ার পুণ্যভূমি সিলেট জেলাবাসীর এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার (২১ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদস্থ দেশ রেস্তোরায় সিলেট জেলার বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ওসমানী নগরের প্রবাসী নেতৃবন্দের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি নেতা আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক । গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্পেনে প্রবাসী সিলেটবাসীর সমস্যা সমাধানসহ সিলেটের ইতিহাস ঐতিহ্য প্রসার ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে নতুন একটি সংগঠন করে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ প্রত্যয় ব্যাক্ত করে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজমান সুন্দর, আব্দুল কাইয়ুম সেলিম, জকিগঞ্জ কল্যাণ সমিতি স্পেনের সভাপতি আসাদুর রহমান সাদ,তামিন চৌধুরী, কানেক্ট বাংলাদেশের সমন্বয়ক আফসার হোসেন নীলু, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সাইফুল ইসলাম ইকবাল, দক্ষিণ সুরমা এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি সেলিম আলম, বর্তমান সভাপতি সাইফুর রহমান, লুৎফুর রহমান, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ, সিদ্দিকুর রহমান, আব্দুল আজিজ মবু,সামসু আহমেদ প্রমুখ।
সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের একটি কার্যকর কমিটি গঠনের লক্ষে সাত সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি সিলেটবাসীর মধ্যে ঐকমত তৈরি করে দ্রুত একটি কার্যকরী কমিটি গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন বলেন মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত সিলেটবাসী ও একদল উদ্যমী তরুন মিলে এ সংগঠনটি করার উদ্যোগ গ্রহণ করায় তাদের ভূয়সী প্রসংসা করে বলেন দেশ থেকে দূরে গিয়ে দেশ প্রেম আরও বেড়ে যায় তার বাস্তব প্রমাণ সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেন গঠনউদ্যোগ গ্রহণ। তাই এই সংগঠনের উন্নয়নে তার সর্বাত্বক সহযোগিতার আগ্রহ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে সবাই শিগ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
Related News

ভারতের পর সিলেটে হিজাব নিয়ে প্রধান শিক্ষকের কান্ড
শামছুল হক এর প্রতিবেদন : গত দুইদিন থেকে সিলেটের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে হিজাবRead More

প্রবাসী স্বামীকে তালাক দিয়ে হয়রানির শিকার আয়শা
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর প্রবাসী এক স্বামী ও তার পরিবারের শারীরিক মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন হয়রানিরRead More
Comments are Closed