Main Menu

গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশন গঠন

সিদ্দিকুর রাহমান,স্পেনঃ
শাহজালালের পূণ্যভূমী বৃহত্তর সিলেট। আর এই বৃহত্তর সিলেটের প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্পেনে প্রবাসীদের অন্যতম সংগঠন গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সাধারণ সভা।
৩০ নভেম্বর মঙ্গলবার মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আসাদুর রাহমান সাদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক সেলিম আলম।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয় যার মেয়াদ থাকবে আগামী তিন মাস।নির্বাচন কমিশনের সদস্য বৃন্দ হলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মুজাক্কির হোসেন, এইচ এম দবির তালুকদার, সাংবাদিক বকুল খান, শাওন আহমদ, বদরুল কামালী, হাফিজ আহমদ এই আট সদস্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন মাও মুজিবুর রহমান,সাঈদ মিয়া, আবু জাফর রাসেল, সাইফুল ইসলাম ইকবাল, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিদ্দিকুর রাহমান সহ বৃহত্তর সিলেটের অন্যান্য নের্তৃবৃন্দ।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।






Related News

Comments are Closed