একজন মানবিক বোধসম্পন্ন মানুষ স্পেন প্রবাসী রাসেল হাওলাদার

একজন۔۔ মানবিক বোধসম্পন্ন মানুষ ,স্পেন প্রবাসী রাসেল হাওলাদার| মানবিক কাজে সম্পৃক্ত থেকে নিজে যেভাবে আনন্দিত হন পাশাপাশি পুরো পরিবারকে সব۔۔ সময় সেই উদ্যাগে জড়িয়ে রাখেন | মা বাবা কে শেষ জীবনে অবসর ,অলস সময় মানবতার কল্যানে উৎসাহিত রাখতে গড়ে তুলেছেন ,শাহজাহান -রিনা চ্যারিটেবল ফাউন্ডেশন |
তাঁর আরেক সহোদর মোহাম্মদ রিয়াদ হাওলাদার মিলে প্রতিষ্টা করেন এই ফাউন্ডেশন|করোনা কালে দীর্ঘ মেয়াদি ত্রান উপহার সামগ্রী দেন এলাকার গরিব ,অসহায়দের |সমাজে অবহেলিত সেসময় কর্মহীন۔۔ নরসুন্দরদের পাশে দাঁড়ান|
গতবছর১২ মার্চ লকডাউন ঘোষণা দিলে স্পেন সরকার ,কর্মহীন۔۔ প্রবাসিদের পাশে সর্বপ্রথম স্পেনের বার্সেলোনায় ত্রান উপহার নিয়ে পাশে থাকেন রাসেল হাওলাদার |
পরিস্হিতির স্বীকার অনেক প্রবাসী পরিবারকে গোপনেও সহযোগিতা করেন |তিনি প্রবাসীদের জন্য অনন্য এক দৃষ্টান্ত |
সে ধারাবাহিকতায়
শরীয়তপুরে র নড়িয়া উপজেলার ভোজেশ্বর শারীরিক প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত ১০০ জন অসহায় মানুষকে হুইল চেয়ার উপহার দিয়েছেন স্পেন প্রবাসী রাসেল হাওলাদার |গত 2oশে মার্চ নিজ বাড়িতে আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে এ মহতী ও মানবিক কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় |চ্যারিটেবল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এমএম রিনা ও শাহজাহান হাওলাদার অপেক্ষাকৃত ,শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এ উপহার সামগ্রী বুঝিয়ে দেন |
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচএম রাসেল হাওলাদার তার প্রতিক্রিয়ায় জানান ,আজকে আমার জন্য একটি স্মরণীয় দিন ,১০০ জন শারীরিক প্রতিবন্ধী প্রিয় স্বজন ,দের আমার শ্রদ্ধেয় মা-বাবার মাধ্যমে উপহার দিতে পেরে ,আমি নিজেই অনেক আনন্দিত|আজকে যে আত্মতৃপ্তি পেয়েছি ,যা কোনদিন ভোলার নয় এবং আমার আত্মায় অন্যরকম এক প্রশান্তি নেমে এসেছে,তা বলে বুঝানো যাবে না |
গত বছর
চায়েদ আলী হাওলাদার দারুসসুন্নাহ হাফিজিয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ
মাদ্রাসায় এতিম ,গরিব এবং সুবিধাবঞ্চিত শিশুরা ইসলামি শিক্ষা গ্রহণ করে |প্রায় ২৫০শতাধিক ছাত্রের আবাসিক থাকা-খাওয়ার এবং পড়ার ব্যবস্থা করে যাচ্ছেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদার ।
আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে ব্যতিক্রমধর্মী এ মেধাভিত্তিক বৃত্তি প্রকল্প চালু করেন । যাতে মাদ্রাসার ছাত্রদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার বৃদ্ধি পায় ।
উল্লেখ্য ,এই এম রাসেল স্পেনের বিভিন্ন সংগঠনের ব্যানারে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন ।এছাড়াও রাসেল হাওলাদার স্পেনের মূল ধারার রাজনীতির অন্যতম রাজনৈতিক সংগঠন সিউদাদোনোস দলের অন্যতম স্থায়ী সদস্য হিসাবে সক্রিয় ভাবে কাজ করছেন ।রাজনৈতিক দলের যোগদানের মূল উদ্দেশই বাংলাদেশকে তুলে ধরা । রাসেল হাওলাদার একজন উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ পরিবহন খাতে( ইকবাল এন্টারপ্রাইজ )বিনিয়োগ করেছেন ।এতে করে সৃষ্টি হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান ।
লেখক, বকুল খান, সাধারণ সম্পাদক, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব
Related News

একুশে বইমেলায় ডাঃ জিন্নুরাইন জায়গীরদার এর দু’টি বই
এ কে আজাদ, আয়ারল্যান্ড থেকেঃ এবার একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে আয়ারল্যান্ড প্রবাসী ডা. জিন্নুরাইনRead More

গত চার-পাঁচ দশকের সমস্ত কবিতা এই জুজুৎসু প্যাঁচের কাছে হারতে বসেছে’ হোমার-সাগরে হিমালয় প্রকাশনায়… কবি নুরুল হুদা
গত চার-পাঁচ দশকের সমস্ত কবিতা এই জুজুৎসু প্যাঁচের কাছে হারতে বসেছে’ – হোমার-সাগরে হিমালয় সম্পর্কেRead More
Comments are Closed