Main Menu

বাউরভাগ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সাব্বির এর যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

বাউরভাগ সমাজ কল্যাণ সংস্থার অন্যতম সক্রিয় সদস্য সাব্বির আহমদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুস্টান এর আয়োজন করে বাউর ভাগ সমাজ কল্যাণ সংস্থা।সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাল বাউরভাগ গ্রামে সাব্বির এর বাড়িতে করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিষরে সংবর্ধনা অনুষ্ঠান অনুস্টিত হয়। বাউরভাগ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউর ভাগ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ন আহবায়ক এমরান হাসান,
জুনেদ আহমদ,
ছাইফুর রাহমান ইমন,
আব্দুল্লাহ আহমদ ১,
আব্দুল্লাহ রাহমান ২, আরিফ,হাসাইন,তাহসান, দ্বারা,হুসেন,হারুন, বিলাল,মুন্না,রনি,সাগর, আকাশ,মুছা রহমান, সাকিলুর রাহমান রাহি, আবিদ ইসলাম, রিকি প্রমুখ।
অনুস্টানে স্বাগত বক্তব্য দেন সংস্থার আহবায়ক সাইদুল হক ও যুগ্ন আহবায়ক এমরান হাসান।
পরে সাব্বির আহমদ এর হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বাউরভাগ সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা ও সর্ব স্তরের সদস্যবৃন্দ।
পরিশেষে সবাই সাব্বির এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানান।


Related News

Comments are Closed