ইটালি প্রধানমন্ত্রীর ঘোষণা

ইতালিতে কোভিড-১৯ সংক্রমণের উর্ধগতি রুখতে আজ রবিবার কিছুক্ষন আগে নতুন ডিপিসিএম তথা নতুন বিধিমালা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারনে সোমবার ২৬ অক্টোবর ২০২০ থেকে ২৪ নভেম্বর ২০২০ পর্যন্ত সমগ্র ইতালিতে নতুন আইন তথা নতুন বিধিনিষেধ মেনে চলতে হবে সবাইকে। অর্থনীতির দিকটা বিবেচনায় নিয়ে পরিপূর্ণ লকডাউন পরিহার করে কারফিউ সহ কিছু কঠোরতা বাড়ানো হযেছে। নতুন আইন অনুযায়ী রেস্টুরেন্ট, বার, পাব, বেকারি, আইসক্রিম শপ সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে, তবে শুধুমাত্র টেকওয়ে (পরতারে ভিয়া) চালু রাখতে পারবে মধ্যরাত অবধি৷ সম্পূর্ণ বন্ধ থাকবে সকল জিম, সুইমিং পুল, ফিটনেস সেন্টার, ক্যাসিনো, সিনেমা ইত্যাদি। নিম্নপক্ষে ৭৫% হাই স্কুল ও কলেজে ক্লাস হবে বাসা থেকে অনলাইনে। জরুরি প্রয়োজন ছাড়া (প্রমান সাপেক্ষে) এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাবেনা। মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন,আমিন।
Related News

প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারের শুভ উদ্বোধন ৮ অক্টোবর
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে : ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। ২০২৪Read More

রশিদ আহমদকে প্যারিসে সংবর্ধনা প্রদান
ফ্রান্স প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহীদ বায়েমপুরী( রহঃ )এর সুযোগ্য সন্তান ,কানাইঘাটRead More
Comments are Closed