গ্রীসে রাতে কারফিউ জারি : সুসু করে বাড়তেছে করোনা

মুহাম্মাদ সাঈদ:গ্রীস
গ্রীসে আক্রান্তের সংখ্যা ২৪০০০ পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় গ্রীসে ৮৮২ জন আক্রান্ত হওয়া ও ১৫ জনের মৃত্যতে জনমনে নতুন করে আতংক বিরাজ করছে। একমাস থেকেই করোনার উর্ধ্বগতি সম্পর্কে প্রধানমন্ত্রী কিরিয়াকস মিচোতাকিস বলেন, ” যদিও দ্বিতীয় ধাপে ২৪০০০ পেরিয়েছে, তবুও আমরা মনে করি অন্যান্য দেশের তুলনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের আরো সচেতন ও নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। আমাদের বিনোদন একটু কমিয়ে দিতে হবে।”
গতকাল প্রেসিডেন্ট ভবনে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় করোনা পরিস্থিতির উপর জাতীর উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
★কমলা ও লাল জোনে রাত ১২. ৩০ থেকে সকাল ৫ টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেন।
এসময় বাহিরে বেরনো সম্পুর্ণ নিষিদ্ধ।
শুধু নৈশকর্মী, রোগী, স্বাস্থ্য সম্পৃক্ত কারণে চলাফেরা করতে পারবে।
★খোলা ও বদ্ধ জায়গায় সর্বত্র মাস্ক পরিধান বাধ্যতামূলক।
এ নিয়ম শনিবার সকাল ৬ টা থেকে বলবৎ হবে।
বিঃদ্রঃ ★কোজানি এবং কাস্টোরিয়া এলাকা “লাল জোনে” রয়েছে এবং এটি ইতিমধ্যে স্থানীয় লকডাউনগুলির অনুরূপ কঠোর পদক্ষেপের মধ্যে রয়েছে।
★কারফিউটি আথিকা, থেসালোনিকি, পেলা, বোয়েটিয়া, লরিসা, সেরেস, আখাইয়া, জাকিনথোস, ইরাক্লিয়ন, থিরা, কার্ডিতসা, কেয়া-কিথনোস, লেসভোস, মিকোনোস, সামোস এবং ত্রিকালার ক্ষেত্রেও প্রযোজ্য, যা সবগুলিই “কমলা জোনে” রয়েছে।
Related News

গ্রীক মন্ত্রী বাংলাদেশের চুক্তি নিয়ে সংসদে কথা বলেন
অনুবাদ ওসমান গনী :গ্রীক আশ্রয় ও অভিবাসন মন্ত্রী মিস্টার,নটিচ মিতারাকিস অবৈধ অভিবাসন নিয়ে আজকে সংসদেRead More

গ্রিক ভাষায় মোড়ক উন্মোচিত হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
গ্রিস প্রতিনিধি : বাংলাদেশ দুতাবাস এথেন্সের পৃষ্ঠপোষকতা ও সার্বিক ব্যাবস্থাপনায় ১৬ মার্চ ২০২২-এ এথেন্সেরRead More
Comments are Closed