Main Menu

গ্রীসে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

  • প্রদীপ কুমার সরকার ঃগ্রীস আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন পালন

গ্রীস আওয়ামী লীগ, যুবলী,  ছাত্রলীগ উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন
করেন।

প্রধানমন্ত্রীর দীর্ঘজীবী কামনা করে মিল্লাদ ও দোয়া কামনা করা হয়।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের
মাধ্যমে যুক্ত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে  সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতুব্বর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন  গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আল আমিন
এথেন্সের স্থানীয় এবিসি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় আওয়ামী লীগের
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ গ্রীস যুবলীগ, এথেন্স মহানগর যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,
শেখ রাসেল শিশু কিষোর পরিষদ সহ অন্যান অঙ্গ সংগঠনউপস্থিত থেকে এ অনুষ্ঠানকে সফল করেন।
অনুষ্ঠানের শেষে গ্রীস আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল
আজিজ এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রধানমন্ত্রীর
দীর্ঘজীবী কামনা করে এবং সমগ্র বিশ্বের শান্তি কামনা করে সকল মানবের
জন্য চলমান মহামারী থেকে মুক্তির কামনা করে বিশেষ দোয়া পরিচালনা
করেন আব্দুল আজিজ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি সামাদ মাতুব্বর সহ সভাপতি আবিদ হানজালা,
যুগ্ম সাধারন সম্পাদক রানা মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিন মাস্টার,
গ্রীস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন  ও রফিক হাওলাদার।
গ্রীস যুবলীগের প্রধান আহ্বায়ক কামরুল হাসান, যুবলীগ এথেন্স মহানগর আহ্বায়ক
শাকের আহমদ, যুগ্ন আহবায়ক জাবেদ মাহমুদ এছাড়াও ছাত্রলীগ  নেতা শাওন হাওলাদার, মোঃ
শামীম আহমেদ, আকাশ খান ও রাজু হাওলাদার,
শেখ রাসেল শিশু কিষোর পরিষোদ এর সভাপতি এসএম রফিকুল ইসলাম নান্টু
এছাড়া আওয়ামী লীগ নেতা সেকান্দার, আওয়ামী লীগ নেতা আকরাম খান ও
নুরুজ্জামান বক্তব্য রাখেন।
গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর বলেন আমরা প্রবাসে থেকে ও
বাংলাদেশের মানুষের আস্থার আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার সকল
কর্মকান্ডের প্রতি পূর্ণ সমর্তন ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীর সুস্থতার সহিত
দীর্ঘ জীবি কামনা করেন।






Comments are Closed