আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি-এগুয়েরো

চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও আছেন ম্যান সিটি তারকা সার্জিও এগুয়েরো। দুজনেই কোপা আমেরিকার-২০১৯ এর পর থেকে দলের বাইরে ছিলেন।
গোলরক্ষক: অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ এবং এস্তেবান আন্দ্রাদা।
ডিফেন্ডার: হুয়ান ফোয়েথ, রেঞ্জো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, মার্কোস রোহো, ওয়ালতার কানেমান, নিকোলাস তাগলিয়াফিকো, নেহুয়ান পেরেজ, গুইদো রদ্রিগেস।
মিডফিল্ডার: জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো প্যারেদেস, নিকোলাস ডোমিঙ্গুয়েস, রদ্রিগো দি পল, মার্কোস অ্যাকুনা, রবার্তো পেরেইরা, লুকাস ওকাম্পোস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গঞ্জালেস, লুকাস অ্যালারিও, লাওতারো মার্তিনেস, পাওলো দিবালা।
Related News

আইসিসির ক্রিকেট বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হল প্যারিসের আইফেল টাওয়ারে
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে : অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩।Read More

বাবলু আহমেদ চ্যাম্পিয়ন ও পদক পেয়েছে ফরহাদ হাসান
দেশ বরন্য চিটাগংয়ের আলোকিত কমিশনার শৈবাল দাস সুমন আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বডিবিল্ডিং কম্পিটিশন বিএবিবিএফRead More
Comments are Closed