আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান!

ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিবকে। নিষিদ্ধ ঘোষণার পরই গুঞ্জন উঠেছে দেশের বাইরে চলে যাচ্ছেন সাকিব।
জানা গেছে, দ্রুতই সাকিব স্ত্রী ও কন্যার জন্য যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানেই হয়তো সময় দেবেন পরিবারকে। একটি সূত্র এও জানাচ্ছে, আমেরিকা যাওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। নিজ স্ত্রী এবং সন্তানের সঙ্গেই নিজ ক্যারিয়ারের সবথেকে বাজে সময়টা পার করতে চাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে থাকতে পারবেন না। তাই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বোর্ডের সঙ্গে চুক্তিও বাতিল হচ্ছে! এরপর সাকিব মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেছেন। মোদ্দাকথা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে সাকিব যুক্ত হতে পারবেন না।
২০২০ সালের ২৯শে অক্টোবর মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের নেতৃত্ব হারানো সাকিব। নিষেধাজ্ঞার এই এক বছরে মোট ১৩টি গুরুত্বপূর্ণ টেস্ট মিস করবেন। যার মধ্যে ১১টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। রঙিন জার্সিতে সাকিব এখন পর্যন্ত খেলেছেন ৭৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। আর নিষেধাজ্ঞার এই এক বছরে বাংলাদেশ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ২০টির মতো।
Related News

আইসিসির ক্রিকেট বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হল প্যারিসের আইফেল টাওয়ারে
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে : অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩।Read More

বাবলু আহমেদ চ্যাম্পিয়ন ও পদক পেয়েছে ফরহাদ হাসান
দেশ বরন্য চিটাগংয়ের আলোকিত কমিশনার শৈবাল দাস সুমন আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বডিবিল্ডিং কম্পিটিশন বিএবিবিএফRead More
Comments are Closed