খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে কেন তিক্ততা সৃষ্টি করব: প্রধানমন্ত্রী

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ভারত টেস্ট দেখার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন- ভারত সফরে খেলা দেখতে গিয়ে তিস্তা চুক্তি নিয়ে তিক্ততা সৃষ্টি করতে চান না।
প্রতিবেশী দেশটিতে সফরে গেলে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে কিনা? সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতে আমি ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি, ক্রিকেটকে আপনি নদীতে নিয়ে যাচ্ছেন কেন?
প্রধানমন্ত্রী আরও বলেন, আমি হয়ত কলকাতা টেস্টে টস হওয়ার পর বিকালে দেশে চলে আসব, ক্রিকেট খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে কেন তিক্ততা সৃষ্টি করব?
আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নপর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
খেলা দেখতে ভারত সফরে যাওয়া প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ভারতে খেলা দেখতে যাচ্ছি। তিনি একজন বাঙালি কিংবদন্তি ক্রিকেটার। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছেন। তিনিই আমাকে ফোন করে ভারত সফরে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
২২ নভেম্বর সফরের শেষ টেস্ট কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News

আইসিসির ক্রিকেট বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হল প্যারিসের আইফেল টাওয়ারে
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে : অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩।Read More

বাবলু আহমেদ চ্যাম্পিয়ন ও পদক পেয়েছে ফরহাদ হাসান
দেশ বরন্য চিটাগংয়ের আলোকিত কমিশনার শৈবাল দাস সুমন আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বডিবিল্ডিং কম্পিটিশন বিএবিবিএফRead More
Comments are Closed