Main Menu

‘শুধুই পারিশ্রমিকের জন্য সিনেমাটি করিনি’

২০০৯ সালে মুক্তি পায় হলিউডের সিনেমা ‘জোম্বিল্যান্ড’। প্রথম কিস্তির পর এবারো এই সিনেমায় দেখা যায় এমা স্টোনকে। তাল্লাহাসি, কলম্বাস, লিটন রক, উচিটা চরিত্রগুলোর নতুন সময়ের কর্মকাণ্ড দর্শকদের একইসঙ্গে থ্রিল, সাসপেন্স, কমেডির দারুণ স্বাদ দিয়েছে।

 

৩০ বছর বয়সী অভিনেত্রী এমা স্টোন দু-বছর আগে তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী বিবেচনা করা হতো। তবে এই সিনেমায় সেই অনুযায়ী পারিশ্রমিক পাননি তিনি।

 

এই সিনেমাটি প্রসঙ্গে এমা বলেন, ‘শুধু পারিশ্রমিকের জন্য সিনেমাটি করিনি। ১০ বছর পর এই সিনেমার টিমের সঙ্গে আবারো কাজ। এটি আমার জন্য পুনঃমিলনের মতো ছিল।’






Related News

Comments are Closed