ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে পগবা

গোঁড়ালির ইনজুরির কারণে আগামী ডিসেম্বর পর্যন্ত মিডফিল্ডার পল পগবাকে হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে বলে নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গুনার সোলশার।
মৌসুমের বেশির ভাগ সময়ই পগবা গোঁড়ালির ইনজুরিতে ভুগেছেন। চলতি মাসের শুরুতে নতুন করে আবারও ইনজুরি দেখা দেয়। ইউনাইটেডের হয়ে আগের পাঁচটি ম্যাচেও তিনি খেলতে পারেননি।
কোচ বলেছেন, ‘আমার মনে হয় না ডিসেম্বরের আগে তার ফেরা সম্ভব। কিছুদিনের জন্য তাকে বিশ্রামে থাকতেই হচ্ছে। প্রথমে মনে হয়েছিল, আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বিরতির আগে তাকে আমরা দলে পাব। কিন্তু এখন মনে হচ্ছে ডিসেম্বরের আগে সম্ভব নয়।’
Related News

বাবলু আহমেদ চ্যাম্পিয়ন ও পদক পেয়েছে ফরহাদ হাসান
দেশ বরন্য চিটাগংয়ের আলোকিত কমিশনার শৈবাল দাস সুমন আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বডিবিল্ডিং কম্পিটিশন বিএবিবিএফRead More

স্প্যানিশ ক্লাবে ক্রীড়া নৈপূণ্য দেখাচ্ছে বাংলাদেশী শিশুরা
স্প্যানিশ ক্লাবে ক্রীড়া নৈপূণ্য দেখাচ্ছে বাংলাদেশী শিশুরা সিদ্দিকুর রাহমান,স্পেন(মাদ্রিদ) থেকেঃ স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশী শিশুরাRead More
Comments are Closed