সিলেট অনলাইন প্রেসক্লাবে নতুন সদস্য যারা হলেন

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ লাভ করলেন ১২ জন আবেদনকারী এবং সহযোগী সদস্যপদ পেলেন ৫ জন।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭টায় কার্যকরি পরিষদের সভায় বাছাই কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী।
সাধারণ সদস্যরা হলেন:
সিলেটপ্রতিদিন২৪ডটনেটের সম্পাদক ও প্রকাশক সাজলু লস্কর, সিলেটপ্রতিদিন২৪ডটনেটের নির্বাহী সম্পাদক দেবব্রত রায় দিপন, সিলটিভিডটকমের নিজস্ব প্রতিবেদক হেনা মমো, লন্ডনটাইমসনিউজডটকমের সিলেট করেসপন্ডেন্ট নাজমুল ইসলাম, সানডেসিলেটডটকমের সম্পাদক ও প্রকাশক মো: সামস উদ্দিন, সুরমাভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার মো: আবু জাবের, বিডিটুডেসডটকমের সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাছিব, সিলেটপ্রেসবিডিডটকমের
বার্তাসম্পাদক কামরুজ্জামান, বিডিসিলেটনিউজডটকমের মাহমুদ হোসেন খান, সিলেটটাইমস২৪ডটকমের সম্পাদক মোশারফ হোসেন সুজাত, পাওয়ার
নিউজবিডি২৪ডটকমের সম্পাদক তারেক আহমদ খান, বাংলাসংবাদডটকমের স্টাফ রিপোর্টার মো: শাহীন।
সহযোগী সদস্য:
প্রিয়সিলেটডটকমের নির্বাহী সম্পাদক মো: শাহীন আহমদ, নিরাপদনিউজডটকমের সিলেট
ব্যুরো চীফ মো জবিরুল ইসলাম মিশু, জনতারডাক২৪ডটকমের স্টাফ রিপোর্টার তাহমিনা ইসমিন চৌধুরী, দৈনিকআলোডটইনফো -এর সিলেট প্রতিনিধি লোকমান আহমদ,সিলেটপ্রতিদিন২৪ডটনেটের স্টাফ রির্পোটার মো: মশাহিদ আলী।
Related News

প্যারিসে ‘ হিউম্যান রাইটস্ ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফ্রান্স প্রতিনিধি : ১৭ই সেপ্টেম্বর রবিবার রাজধানী প্যারিসের একটি চার তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘Read More

পর্তুগালে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে রাজধানী লিসবনে রবিবার স্থানীয় সময় রাত ৮.৩০ ঘটিকার সময়Read More
Comments are Closed