Main Menu

চিরনিদ্রায় শায়িত হলেন আবরার

তৃতীয় ও শেষ জানাজা শেষে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

 

মঙ্গলবার বেলা ১০টায় নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালির কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়ার পিটিআই রোডের আল-হেরা জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় আবরারের প্রথম নামাজে জানাজা।

 

উল্লেখ্য, রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Related News

Comments are Closed