২০৩০ বিশ্বকাপ ইংল্যান্ডে হওয়া উচিত : ব্লাটার
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:১১,অপরাহ্ন ২১ জুন ২০১৮ |

দীর্ঘ ১৭ বছর ফিফা সভাপতির দায়িত্ব পালন করা সেপ ব্লাটার দুর্নীতির অভিযোগে বিশ্বকাপের আগে ফুটবল অঙ্গনে নিষিদ্ধ হয়েছেন। তিনি পক্ষপাতিত্ব করে বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে রাশিয়াকে সমর্থন দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তার সেই সমর্থনের প্রতিদান হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আমন্ত্রণও জানিয়েছেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপের খেলা দেখতে মস্কো গেছেন ব্লাটার।
মস্কোতে সাংবাদিকদের সামনে ব্লাটার বলেন, ইনফান্তিনোর সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি কিছু ম্যাচ দেখতে যাওয়ায় তার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। ক্রীড়া ও রাজনীতিকে গুলিয়ে ফেলতে আমি এখানে আসিনি।
তিনি আরো বলেন, আমি পুতিনের সঙ্গে নৈশ ভোজ করেছি। বিশ্বকাপ আয়োজনের জন্য রাশিয়াকে অভিনন্দন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রের প্রধান হিসেবে তাকেও (পুতিনকে)।
এর পরেও বিশ্বকাপ অর্থাৎ ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার। সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ফিফার সভাপতি ছিলেন ব্লাটার। তবে কাতারে বিশ্বকাপ আয়োজন করা হোক, সেটা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই চায় না।
ইতোমধ্যেই ফিফা কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যৌথভাবে যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকো পাবে। তবে ২০৩০ সালের বিশ্বকাপ কোথায় হবে তা এখনো ঠিক করা হয়নি। সে ব্যাপারে জানতে চাইলে ব্লাটার বলেন, আমার মতে ইংল্যান্ডে হওয়া উচিত।
যদিও ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড। তবে রাশিয়া ভোটে জয় লাভ করে।