দশমাইল হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:১৭,অপরাহ্ন ২১ জুন ২০১৮ |

ইউরো বাংলা রিপোর্ট ::দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মালেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে (রংপুর রোড) সংগঠনের নিজস্ব প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক। এতে বলা হয়, নীলফামারী জেলা পরিবহন মালিকদের সংগঠন হচ্ছে নীলফামারী জেলা বাস- মিনিবাস মালিক সমিতি। এটি ১৯৮৩ সালের গঠিত হয়। শুরুতেই এটির নামকরণ করা হয়েছিল সৈয়দপুর-নীলফামারী মটর মালিক সমিতি। যার নিজস্ব প্রধান কার্যালয় সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত। এ সংগঠনের সদস্যদের বাস, কোচসমূহ সৈয়দপুরের আশপাশের জেলা ছাড়াও রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিবহন সেবা দিয়ে আসছে।
ইতিমধ্যে নীলফামারী জেলা বাস -মিনিবাস মালিক সমিতি পরিবহনের মাধ্যমে যাত্রী সেবা দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। কিন্তু বর্তমানে রংপুর-দিনাজপুর মহাসড়কে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মালেকের দৈনন্দিন চাঁদাবাজি ও অপকর্মের কারণে পরিবহন মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
লিখিত অভিযোগে বলা হয়, ওসি আব্দুল মালিক দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানায় দায়িত্ব পালন করছেন। আর তিনি মূলত নীলফামারী জেলার বাস ও নৈশ কোচগুলোকে চিহ্নিত করে মহাসড়কে কাগজপত্র যাচাই-বাছাইয়ের নামে এবং রিকুইজিশনের ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন দেদারছে চাঁদা আদায় করছে।
ওসি আব্দুল মালেক রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস, কোচসহ বিভিন্ন যানবাহন থেকে প্রতিমাসে ১০ লাখ টাকার বেশি চাঁদা আদায় করে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। দুর্ঘটনার শিকার যানবাহন মালিকদের গাড়ি ছাড় করতে নানা রকম ক্রটি বিচ্যুতি দেখিয়ে গাড়ি প্রতি ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ দাবি করেন ওসি মালেক। তার দাবি পূরণ না করলে পরিবহন মালিকদের তিনি নানাভাবে হয়রানি করে থাকেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয় বর্তমান সরকার মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, চাঁদের গাড়ি, ব্যাটারিচালিত ইজিবাইক অবৈধ ঘোষণা দিয়ে চলাচলে বিধি নিষেধ আরোপ করেছেন। অথচ সরকারের সে ঘোষণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওসি মালেক ওইসব নিষিদ্ধ ও অবৈধ যানবাহন চলাচলে প্রত্যক্ষভাবে সহায়তা দিয়ে আসছেন। বিনিময়ে তিনি প্রতিমাসে মোটা অংকের অর্থ পকেটস্থ করছেন। ফলে মহাসড়কে একদিকে যেমন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, তেমনি মহাসড়কে সড়ক দুর্ঘটনার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে করে মানুষের প্রাণহানি ঘটনা ঘটছে ও জাতীয় সম্পদ বিনষ্ট হচ্ছে।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে অবস্থান নিলেও ওসি মালেক সম্প্রতি রংপুর-দিনাজপুর মহাসড়কের দেবীগঞ্জ বাজারের একটি ধানের চাতাল থেকে তিন মাদকসেবীকে মাদকসহ হাতেনাতে আটক করেন। কিন্তু পরবর্তীতে আবার রাতের আঁধারে উৎকোচের বিনিময়ে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আটক ওই মাদক ও তিন আসামি স্থির ছবি সরবরাহ করা হয়।
সংবাদ সম্মেলন থেকে ওসি আব্দুল মালেকের চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামীতে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি তৌকির আহমেদ কেনেডি’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলার ৩ নম্বর ফতেজং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার প্রমুখ।
সংবাদ সম্মেলনে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মোফাক্খার আলী স্বপন, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম সরকার, সহ সাধারণ সম্পাদক মো. নাজির আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. মারুফ শেখ, সড়ক সম্পাদক ১ মো. তাহইজবুল আলম মিন্টু, সড়ক সম্পাদক ২ মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম মজনু ও কার্যকরী সদস্য আতাহার হামিদ আরজু উপস্থিত ছিলেন।