ইউরোপের দেশ মালটা, ইতালি, স্পেন, গ্রিস, সাইপ্রাস এর স্বরাষ্ট্রমন্ত্রীর মাইগ্রেশন প্যাক্ট নিয়ে আলোচনা
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:০০,অপরাহ্ন ২১ মার্চ ২০২১ |

তাইজুল ফয়েজ,ফ্রান্স :
গত কাল শনিবার ইউরোপের দেশ মালটায়, ইতালি, স্পেন, গ্রিস, সাইপ্রাস এর স্বরাষ্ট্রমন্ত্রীর মাইগ্রেশন প্যাক্ট নিয়ে আলোচনায় মিলিত হন।স্বরাষ্ট্রমন্ত্রীরা মেডিটারিয়ান মাইগ্রেশন প্যাক্ট নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সম্মত হন।
মাল্টায় মূল যে বিষয়টি নিয়ে ফোকাস করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০২০ সেপ্টেম্বর এ ইউরোপিয়ান কমিশন থেকে স্টেট মেম্বারদের জন্য উপস্থাপনকৃত মাইগ্রেশন প্যাক্ট নামক প্রজেক্ট যার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করছে বৈধ ডকুমেন্ট বিহীন অভিবাসীদের আইডিন্টিটিফাই থেকে শুরু করে এসাইলাম পক্রিয়া শেষ করা (আবেদন গ্রহণ অথবা খারিজ সম্পূর্ণই মেম্বার স্টেট অথবা দেশগুলোর এক্তিয়ার) কিন্তু অনুসরণ করবে কমন গাইড লাইন, সাথে আরো যুক্ত হচ্ছে তৃতীয় দেশগুলোর সাথে ডিপোর্ট বিষয়ে সেই দেশগুলো কার্যক্রম আরো ত্বরান্বিত করা।
এতে করে অবৈধ পবাসীরা দেশে ডিপোট হতে পারেন।
এদিকে গতকাল বৈধতার দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সের জাতীয় সংসদ ভবন এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠি সাথে গ্রিসে অবস্থানরত অভিবাসীরা নিঃশর্তে বৈধকরণের দাবিতে মিছিল ও সমাবেশ করছেন।
এতে অংশ নিয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা।