টেকনাফে ২৩নং ক্যাম্প হতে ৯ম দফা পর্যন্ত ৫৫০০ জন রোহিঙ্গা হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৪৮,অপরাহ্ন ১০ মার্চ ২০২১ |

আজিজ উল্লাহ,কক্সবাজার: টেকনাফে ২৩নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ম দফায় ১৬০ পরিবারের ৭২১জনসহ মোট ১২১৭পরিবারের সাড়ে ৫হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১০মার্চ)বিকাল পৌনে ৪টারদিকে টেকনাফের ২৩নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প হতে আরআরআরসি অফিসের ব্যবস্থাপনায় ১৬টি বাস ও ১৮টি ট্রাকযোগে ৮নং ক্যাম্প-এ ৩৪ পরিবারের ১৫১ জন, ১৩নং ক্যাম্প-এ ৮ পরিবারের ৩২জন, ১৯নং ক্যাম্পে ৯ পরিবারের ৩৮জন, ২০নং ক্যাম্পে ১০ পরিবারের ৪৯জন, ২০নং ক্যাম্পে ৯৯পরিবারের ৪৫৮জনসহ মোট ১৬০ পরিবারের ৭২১জনকে স্থানান্তর করা হয়েছে।
গত ৮ দফায় ১০৫৭ পরিবারের ৪৭৭৯জনসহ এই পর্যন্ত মোট ১২১৭ পরিবারের ৫হাজার ৫শ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।