গ্রীসে ধর্ষণের অভিযোগে পাকিস্তানি যুবক গ্রেফতার

মোহাম্মদ সাঈদ, গ্রিস থেকে,
গ্রিসে ২৯ বছর বয়সী এক পাকিস্তানি যুবককে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ মামলায় আটক করা হয়।
তাকে আথিকা সিকিউরিটির জুভেনাইল প্রোটেকশন উপ-অধিদপ্তরের পুলিশ দারা আটক করা হয়।
অভিযোগে বলা হয় পাকিস্তানি ধর্ষক নাবালিকা মেয়েটিকে গত ২৩ শে আগস্ট ধাওয়া করে, গলায় ছুরি ধরে আথিকি স্কোয়ারের নিকটে তাকে যৌন সঙ্গম করতে বাধ্য করে।
নাবালিকা মেয়েটি পুলিশকে জানিয়েছে যে, এই বিদেশি সেপ্টেম্বর ২০১৯ এ আরও একবার তাকে ধর্ষণ করে।
সে মেয়েটিকে কারও সাথে এবিষয়ে কথা না বলার এবং তাকে হুমকি দিয়েও চাপ দিয়েছিলেন।
কিশোর সুরক্ষা উপ-অধিদপ্তরের কর্মকর্তারা অপরাধীকে সনাক্ত এবং গ্রেপ্তার করতে এবং তাকে প্রসিকিউটরের কাছে নিয়ে যেতে সক্ষম হন।
তার সাক্ষ্যগ্রহণের পরে, 29 বছর বয়সী ধর্ষককে রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রীসে নারীদের ধর্ষণ বা ধর্ষণ করার চেষ্টা করা পাকিস্তানি পুরুষদের মধ্যে এটি সর্বশেষ ঘটনা৷
*২০২০ সালের জুনে প্রেভেজার এক ৮৩ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করা।
* ২০২০ সালের ডিসেম্বরে ১৬/১৭বছর বয়সী কিশোরীর মাদক ও যৌন নির্যাতন।
*এবং চলতি মাসের শুরুর দিকে করোপিতে ৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা।
এগুলি গ্রিসে পাকিস্তানিদের জড়িত অনেক ঘৃণ্য মামলার কয়েকটি মাত্র।