গ্রীসে মানলতা অলগা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে,গ্রীস যুবলীগ ও এথেন্স মহানগর যুবলীগ
প্রকাশিত হয়েছে : ৯:২১:৩৯,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২১ |

জাবেদ মাহমুদ, গ্রীসে অলগা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে গ্রীস যুবলীগ ।
গ্রীস মানলতা অলগা গ্রাম নামক স্থানে বাংলাদেশী কৃষি শ্রমিকদের আবাসস্থলে গত২৪-১২-২০২০ বৃহ:বার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশীদের ব্যাবহৃত সবকিছুই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। বাংলাদেশী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরস,সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে গ্রীস যুবলীগ ও এথেন্স মহানগর যুবলীগ আজ উপহার সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়ান। এ সময় উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি শেখ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান, গ্রীস যুবলীগের আহবায়ক কামরুল হাসান, সদস্য আশিকুর রহমান আশিক,সদস্য কিরণ মাতুব্বর,
সদস্য ইব্রাহিম সরদার, সদস্য সায়মুল হাসান সায়েম।
এথেন্স মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সাকির আহমেদ, যুগ্ম আহবায়ক জাবেদ মাহমুদ, পিরঘোস যুবলীগের আহবায়ক শামিম উসমান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিদয়,জয়নুদ্দীন আহমেদ জয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোষাক, জুতা, চাল,তৈল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।এ
সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সান্ত্বনা দিয়ে বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার প্রবাসীদের পাশে আছে এবং থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে । আপনারা এই সময়ে মনোবল হারাবেন না । গ্রীস আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আপনাদের পাশে অতীতের নেয়ায় পাসে থাকবে।