করোনায় নির্দেশনা গ্রিসের লকডাউন এর সময়সীমা বৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ১:৪৫:০৬,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২১ |

মোহাম্মদ সাঈদ, গ্রিস থেকে,
গ্রীসে লকডাউনে আরও কঠোরতা।
১১ই জানুয়ারি পর্যন্ত আবারও ক্লিক ওয়ে সহ বন্ধ হতে যাচ্ছে সেলুন বিউটিসপ, বুকস্টল সহ সকল ব্যবসাপ্রতিষ্ঠান।
এবং ৬ জানুয়ারিতে ও বন্ধ থাকে সকল উপাসনালয়।
কারফিউ এর সময়সীমা এগিয়ে নিয়ে আসা হয়েছে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত।
সরকারি মুখপাএ স্তেলিওস পেটাসাস এর বরাতে এমনটা ঘোষণা করা হয় গ্রীক অনলাইন পোর্টাল গুলাতে।
এবং ১১ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সকল উপাসনালয় বন্ধ থাকবে।
১১ জানুয়ারির পরেই শিক্ষাপ্রতিষ্ঠান সহ উপাসনালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যপারে বিস্তারিত জানানো হবে।