গ্রীসে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রীস
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৩৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ |

গ্রীসে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রীস
গ্রীস প্রতিনিধি,
২৪/১২/২০২০ ইং গ্রীসের নেয়া মানোলাদা শহরের আগলা ত্রিগনা গ্রামে অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণে বাংলাদেশী কৃষি শ্রমিকদের আবাসস্থল আগুন লেগে পুড়ে সম্পুর্ন রুপে ছাই হয়ে যায়। এতে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা খাদ্য বস্ত্রের প্রয়োজন দেখা দেয়। তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তারই ধারাবাহিকতায় অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রীস। সংগঠনের পক্ষ থেকে থেকে সকলের সহযোগিতায় শীতবস্ত্র – খাবার ও প্রচুর পরিমাণে ত্রান সামগ্রী পৌঁছানোর প্রস্ততি চলছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য এ নিয়ে তিনবার আগুন লেগেছে এই শহরের গ্রামগুলোতে। কে বা কারা উদ্দেশ্য প্রণীত হয়ে বারবার এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত হচ্ছে অত্যন্ত দুঃখজনক।