Main Menu

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্পেন আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

এইচ এম দবির তালুকদার :
আজ বিশ্বের প্রতিটি দেশে শ্রদ্ধা ভালোবাসায় কোটি বাঙালির হৃদয় ছুঁয়েছে শেখ রাসেল, যার শোকে কোটি বাঙালি আজ অশ্রু ঝরায়,আলো গন্ধভরা ঐ মানব ধরা, ফুলে ফলে তার ঘ্রানে আজ সুবাস ছড়ায় l
আজ শোকে কাতর বিশ্বের সকল বাঙালি, মুখে কষ্টের  হাসি, বুকে লুকিয়ে রেখে উদযাপিত করেছে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন,তার ভালোবাসায় বিশ্বজুড়ে কোটি বাঙালি উৎসর্গ করেছে বিনম্র শ্রদ্ধাঞ্জলি l
১৯৬৪সালে ১৮অক্টোবর শেখ রাসেল এর জন্ম স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে l ১৯৭৫সালের ১৫ই আগস্ট ইতিহাসের কলঙ্কময় কালরাত ঘাতকদের বুলেট কেড়ে নিয়েছে ছোট্ট শিশু শেখ রাসেলের কমল প্রাণ,এ যেন এক রাজশিশু,মায়ের কোলে চেয়েছিল শেষ আশ্রয়,রক্ষা পায়নি সে l
আজ হয়ত শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতই বাঙালী জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন l বিশ্বের শোষিত মানুষের পক্ষে মঞ্চ দাঁড়িয়ে অধিকার আদায়ের কথা বলতেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজ আধুনিক রাষ্ট্র নায়ক হতেন তিনি l
শেখ রাসেল এর ৫৭তম জন্মদিনে বিশ্ববাসীর কাছে শেখ হাসিনার দীর্ঘআয়ু কামনা ও নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন স্পেন  আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ!


Related News

Comments are Closed