ভারতের ‘দায়বদ্ধ’ শিল্পকলায়
প্রকাশিত হয়েছে : ৬:২৫:১১,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৯ |

ভারতের নাট্যসংগঠন সায়ক। দলটির আলোচিত প্রযোজনা ‘দায়বদ্ধ’। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে এটি। চন্দন সেন রচিত এ নাটকের নির্দেশনায় রয়েছেন মেঘনাদ ভট্টাচার্য।
গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘ঘর বাঁধার যে আবেগ তা একদিন মানুষকে পরিবার থেকে সমাজ গড়ার প্রেরণা দিয়েছিল। তা হয়তো সময়ের দীর্ঘ অভিঘাতে পরিণত হয়েছে প্রথায়। মানব-মানবীর সম্পর্কের উত্তাপ কোথাও নিঃস্ব হয়ে এলেও ঐহিত্যের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে প্রথা। অথচ আরো কোনো বড় আবেগ, প্রেম-প্রীতি কিংবা সহমর্মিতার উষ্ণ কোনো অনুভূতি হয়তো এরই মধ্যে হৃদয়ের রক্তে বোঝাপড়ার নতুন ঠিকানা খুঁজছে।
এই নতুন বোঝাপড়ার বোধটুকু সহজে সমাজ স্বীকৃতি দেয় না। অনেক সিঁড়ি ভেঙে যারা শুধু হৃদয়ের ডাকে সাড়া দিয়ে পারস্পরিক দায়বদ্ধতাকে মেনে নিতে চায়, তাদের বোধহয় সঠিকভাবে চিনে নিতে অথবা সহজভাবে মেনে নিতে পারি না। এ নাটকের মুখ্য চরিত্র গগন ড্রাইভার কিংবা তার আশ্চর্য জীবনসঙ্গী সীতা অথবা তাদের সন্তান ঝিনুক ভয়ংকর এক ভূ-কম্পের সামনে দাঁড়িয়ে এই দায়বদ্ধতার প্রশ্নটি ছুড়ে দেয়— নীতিনিষ্ঠ সমাজ ব্যবস্থার দিকে।’
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—মেঘনাদ ভট্টাচার্য, রুণা মুখার্জি, রিমঝিম ঘোষ, প্রদীপ দাস, সমীরণ ভট্টাচার্য, পরিমল চক্রবর্তী, ভারতী দাস, অজয়শঙ্কর ব্যানার্জি, সুব্রত ভাওয়াল, উত্তম দে এবং জয়ন্ত দাস। এর রূপসজ্জা করেছেন শক্তি সেন, সংগীত মুরারি রায় চৌধুরী, মঞ্চ পরিকল্পনায় দীপেন সেন, আলোক সোমনাথ চ্যাটার্জি।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। তারই ধারাবাহিকতায় মঞ্চস্থ হচ্ছে এ নাটক।