গ্রীসে অভিবাসন প্রত্যাশীদের জন্য কড়াকড়ি আরোপ :ইউরো বাংলা নিউজ
প্রকাশিত হয়েছে : ৮:৫২:০২,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ |

ইউরো বাংলা প্রতিবেদন :সাম্প্রতিক সময়ে গ্রীসে নির্বাচন হয়ে গেল। ক্ষমতাসীন পার্টি নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে এসেছে অভিবাসন নীতিমালা কড়াকড়ি আরোপ করা হবে। নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতায় বর্তমান সরকার কাজ শুরু করেছে। যাহারা মধ্যপ্রাচ্য, বাংলাদেশে থেকে তুর্কি হয়ে গ্রিস আসতে চাচ্ছেন কিছুদিন অপেক্ষা করে বর্তমান আইনের খোঁজখবর নিয়ে গ্রিসে প্রবেশ করবেন। বর্তমানে গ্রীসে লক্ষণীয় বিষয় গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
১.স্থল সীমান্তগুলোতে নতুন আইনে অতিরিক্ত সেনা ও বর্ডার গার্ড মোতায়েন করা হবে। নিঃছিদ্র নিরাপত্তা বিধান করা হবে।
২. সমুদ্র পথে আরো সীমান্ত রক্ষী সংখ্যা বৃদ্ধি
ও টহল জোড়দার করা হবে।
৩. শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে নতুন করে আরো ডিটেনশন ক্যাম্প খোলা হবে। ডিপোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
৪.অপ্রাপ্ত বয়স্কদের জন্য আলাদা ক্যাম্প থাকবে।
৫. রিফুজী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের
স্বল্প ও ন্যূনতম সময়ের মধ্যে আপুফাসি বা সিদ্ধান্ত দেয়া হবে।
৬. রাস্তা ঘাটে কাগজপত্র চেক করার জন্য
সব থানা ও আলোদাপনে নির্দেশনা প্রদান করা হয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে ।
৭. যাদের রিফুজী বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল বা নামন্জুর করা হবে তারা পূর্বের মত পুণরায় আপীল করার সুযোগ বা নবায়নের সুযোগ পাবে না।
সবাইকে সাবধানে চলাফেরা করার জন্য আহ্বান জানানো হল পরবর্তী এ্যাকশন না বুঝা পর্যন্ত। নতুন নমোস্কেধিও অনুযায়ী এ ৭ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৩১/৮/২০১৯ইং তারিখে।