Main Menu

জেনে নিন সহজ উপায়ে কিচেন সিঙ্ক পরিষ্কারের উপায়!

প্রতিদিন রান্না ঘরে সব থেকে বেশি যে জিনিসটি ব্যবহার করা হয় তা হলো সিঙ্ক। নোংরা হাড়ি- পাতিল থেকে শুরু করে সবজি, মাছ,মাংস ইত্যাদি অনেক কিছুই ধোয়া হয় এখানে। অর্থাৎ রান্নাঘরের অধিকাংশ ময়লার ধকল সামলায় সিঙ্ক। তাই এই জায়গাটিকে পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন।   যেন এর দ্বারা স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে। চলুন তবে জেনে নেয়া যাক সহজেই কিচেন সিঙ্ক পরিষ্কারের উপায়গুলো-

 

১. ভেজা সিঙ্কের ওপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার ব্রাশ দিয়ে ঘষে সেটাকে পেস্টের মতো ছড়িয়ে দিন। পেপার টাওয়াল ভিনেগারে ভিজিয়ে পুরো সিঙ্ক ঢেকে রাখুন ২০ মিনিট। তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

২. ভিনেগার ও বেকিং সোডা দিয়ে পরিষ্কারের পর লেবু বা কমলার খোসা দিয়ে পুরো সিঙ্ক মুছে নিতে পারেন। এতে মিষ্টি সুগন্ধ ছড়াবে।

 

৩. সিঙ্কের ড্রেনে খাবার আটকে গেলে তা সরাতে বেকিং সোডা এবং ভিনেগার ব্যবহার করা যাবে। আধা কাপ বেকিং সোডা ড্রেইনে ঢেলে দিন। এরপর এক কাপ ভিনেগার ঢালুন। দশ মিনিট বুদবুদের পর চার কাপ গরম পানি ঢেলে দিন। সিঙ্ক খুলে যাবে। প্রতি মাসে একবার এই কাজটি করলে ড্রেন পরিষ্কার থাকবে।

 






Related News

Comments are Closed